Senco Gold: সেনেস হাউসে অফ সেনকো থেকে চিরাচরিত আভিজাত্যের নতুন অধ্যায়
ABP Ananda LIVE: নতুন বছরে হাউস অফ সেনকো লঞ্চ করল তাদের নিউ এজ লাইফস্টাইল ব্র্যান্ড সেনেস। শুক্রবার ক্যামাক স্ট্রিটে একটি ব্যাঙ্কোয়েট হলে লঞ্চ হল নতুন ব্র্যান্ডের। উপস্থিত ছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন হল সেনেস।
ভোটমুখী পশ্চিমবঙ্গে দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে
ভোটমুখী পশ্চিমবঙ্গে দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মালদা ও কাল হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আজ দুপুর ১টা নাগাদ মালদায় আসবেন প্রধানমন্ত্রী। ১টা ১৫ নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পৌনে ২ টো নাগাদ মালদায় প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ৩,২৫০ কোটি টাকার একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। এরপর দুপুর ২.৩০টেয় মালদায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল দুপুর পৌনে ৩ টেয় সিঙ্গুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর দুপুর সাড়ে ৩টেয় সেখানে জনসভা করার কথা রয়েছে তাঁর।