Kolkata News: ক্য়ামাক স্ট্রিটে নিজেদের পরিত্য়ক্ত ঘর ভেঙে দিল KMC, বেহালায় বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে প্রবীণরা..

Continues below advertisement

Protest On Behala Illegal Parking : বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে বেহালার সরশুনায় পথে নামলেন প্রবীণরা। সরশুনা থানার সামনে বিক্ষোভ দেখান তারা। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পর ক্য়ামাক স্ট্রিটে নিজেদের পরিত্য়ক্ত ঘর ভেঙে দিল কলকাতা পুরসভা। বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে প্রবীণরা। নিজেদের পরিত্য়ক্ত ঘর ভাঙল KMC। কলকাতার দুই অংশে দুই ছবি। বেহালায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পথে নামলেন প্রবীণরা। ক্য়ামাক স্ট্রিটে নিজেদের পরিত্য়ক্ত ঘর ভেঙে দিল কলকাতা পুরসভা। মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পর উত্তর থেকে দক্ষিণ, শহর জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে কলকাতা পুলিশ।কিন্তু, বেহালার সরশুনার শকুন্তলা পার্কের স্য়াটেলাইট টাউনশিপ এলাকায় ছবিটা ঠিক উল্টো। রাস্তার দু'ধারে বেআইনিভাবে পার্কিং করা সারি সারি গাড়ি। ফলে হাঁটাচলা করতে অসুবিধা হয় বলে অভিযোগ স্থানীয়দের। ABP Ananda LIVE: 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram