Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত নীলাদ্রি দাসের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য, দাবি সিবিআই-এর

Continues below advertisement

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ধৃত নীলাদ্রি দাসের (Niladri Das) বিষয়ে চাঞ্চল্যকর তথ্য, দাবি সিবিআই-এর (CBI)। 'ওএমআর শিট (omr sheet) বিকৃত করে শুধু নম্বর বাড়ানো নয়, নম্বর কমানোর কাজও করতেন নীলাদ্রি'। শূন্যপদ সৃষ্টির জন্য নম্বর কমানো হত বলে দাবি সিবিআই-এর। এসএসসি কর্তাদের নির্দেশেই এই কাজ হত বলে দাবি সিবিআই-এর। 'নাইসার ভাইস প্রেসিডেন্ট ছিলেন নীলাদ্রি দাস'। 'কিন্তু নাইসা ছাড়াও উত্তরপ্রদেশের নয়ডায় (Noida) নতুন সংস্থা খুলেছিলেন নীলাদ্রি'। 'এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে নতুন সংস্থা খোলেন নীলাদ্রি'। এই সংস্থার মাধ্যমেও ওএমআর শিট বিকৃতির কাজ চলত বলে দাবি সিবিআই-এর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram