Serampore Youth Mysterious Death: মাহেশে জিমের মধ্য়ে যুবকের রহস্যমৃত্যু, ডাম্বেল পড়ে মৃত্যু দাবি জিম কর্তৃপক্ষের
Continues below advertisement
শ্রীরামপুরের মাহেশ জিমের (Gym) মধ্য়ে যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death) হয়। বুকে ডাম্বেল পড়ে যাওয়ায় মৃত্যু। দাবি জিম কর্তৃপক্ষের। দোতলায় তিনি একাই জিম করছিলেন, সেই সময় তাঁর বুকের উপর ডাম্বেল পড়ে যাওয়ার মৃত্যু হয় বলে জিম কর্তৃপক্ষের দাবি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু পরিবারের দাবি, যদি ডাম্বেল পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয় তবে কী করে জামায় জুতোর দাগ থাকবে? এই নিয়ে পরিবারের লোকজনশ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি (CID)। গতকালই সিআইডির একটি দল মঙ্গলকোটে যায়। সূত্রের খবর, খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা-সহ দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Mysterious Death ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Serampore 17 July News Youth Mysterious Death Youth Death Inside Gym