Swastha Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহারের গুরুতর অভিযোগ। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল (Govornment Hospital) থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে (Privet Hospital) নিয়ে যাচ্ছেন এক শ্রেণির সরকারি চিকিৎসক'। 'স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন এক শ্রেণির অসাধু চিকিৎসক'। গুরুতর এই অভিযোগ আনল খোদ স্বাস্থ্যভবন। 'প্রমাণ মিললে এই চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ'।ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে'। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদলও আনল রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড (Swastha Sathi Card) দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অপারেশনের দিন শেষ । স্বাস্থ্য সাথীতে হাড়ের যে কোনও অপারেশন করাতে হলে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীকে । সরকারি হাসপাতালে যদি অর্থোপেডিক পরিষেবা পরিকাঠামো না থাকে, তাহলে একমাত্র রোগীকে বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে । সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট বানিয়ে তারপরে যেতে হবে বেসরকারি হাসপাতালে । মালদা (Malda) এবং মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় এক বছর যাবৎ এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল লাগু হচ্ছে গোটা রাজ্যে। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাক্ষর করা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram