Kolkata Metro:ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশে গড়াল মেট্রোর চাকা,উচ্ছ্বসিত যাত্রীরা।ABP Ananda Live
আজ থেকে শুরু হল বহু প্রতিক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের যাত্রী পরিষেবা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর রুট ৪.৮ কিলোমিটার। এর মধ্য়ে গঙ্গার নীচের মেট্রো পথ ৫২০ মিটার। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ৪টি স্টেশন রয়েছে। গঙ্গার নীচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে। যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে। এই অংশে সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।