Sikkim: সিকিমের নাথুলার কাছে তুষারধস, মৃত্য়ু হয়েছে অন্তত ৭ জনের | ABP Ananda LIVE
Continues below advertisement
সিকিমের (Sikim) নাথুলার (Nathula) কাছে তুষারধস। এখনও নিখোঁজ বেশ কয়েকজন পর্যটক। সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সকাল থেকে উদ্ধারকাজে নেমেছে। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ৭ জনের মধ্য়ে ২ জন বাঙালি। উত্তর ও পূর্ব সিকিমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে বেলা বাড়ার পর উত্তর সিকিমের লাচেন পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন।
Continues below advertisement