Train Cancellation : শুক্রবার পর্যন্ত হাওড়া-বর্ধমানের দুই শাখায় বাতিল একগুচ্ছ মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন
শুক্রবার পর্যন্ত হাওড়া-বর্ধমানের দুই শাখায় বাতিল একগুচ্ছ মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন। ভোগান্তিতে নিত্য যাত্রীরা। রেল সূত্রে খবর, রসুলপুর থেকে শক্তিগড় পর্যন্ত চলছে তৃতীয় লাইনের কাজ। তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। শনিবার সকাল থেকে স্বাভাবিক হবে পরিষেবা।
Tags :
Howrah Train ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews TrainCancellation LocalTrain