Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবঠাকুর মণ্ডলের অভিযোগপত্রে একাধিক মিসিং লিঙ্ক। Bangla News
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবঠাকুর মণ্ডলের অভিযোগপত্রে একাধিক মিসিং লিঙ্ক। এক নিরাপত্তারক্ষীর সামনে খুনের চেষ্টা করেন অনুব্রত, দাবি করেছেন শিবঠাকুর। কে সেই প্রত্যক্ষদর্শী, খোঁজ চালাচ্ছে পুলিশ। সেই সময় অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে কে বা কারা ছিলেন? সেই দিন ছুটিতেই বা কারা ছিলেন? তা জানতে তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনে সেই ব্যক্তির স্কেচ তৈরি করা হবে, খবর পুলিশ সূত্রে।
Tags :
Police Anubrata Mondal ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews ShivthakurMondal