Nadia News: পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা । গ্রেফতার নদিয়ার কালীগঞ্জের SFI নেতা রেজা সেখ । ১৬ তারিখ ওই যুবক সার্টিফিকেট আনতে যান পঞ্চায়েতে । বেশকিছুদিন ধরে সার্টিফিকেটের জন্য ঘোরাচ্ছিল প্রধান, অভিযোগ সিপিএমের । ১৬ তারিখও প্রধান দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়েন SFI নেতা, দাবি সিপিএমের । তারপরই প্রধানের সঙ্গে SFI নেতার হয় বাদানুবাদ দাবি সিপিএমের
'উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে SFI নেতাকে', দাবি সিপিএমের । ওই SFI নেতা সার্টিফিকেট নিতে এসে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছে, অভিযোগ প্রধানের
আরও খবর..
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।