Shalimar Police: থানার লক আপ ভেঙে পালাল খুনে অভিযুক্ত দুই বন্দি

Continues below advertisement

থানার লক আপ ভেঙে পালাল খুনে অভিযুক্ত দুই বন্দি। গতকাল রাতে হাওড়ার শালিমার জিআরপি-তে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ১৭ অগাস্ট দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখার আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ১৭ বছরের কিশোর শুভম হরিকে। খুনের অভিযোগে কিশোরের দুই বন্ধু উলুবেড়িয়ার বাসিন্দা রাজু হরি ও সমীরুল মোল্লাকে বৃহস্পতিবার গ্রেফতার করে শালিমার জিআরপি। পুলিশ হেফাজত থেকে গতকাল পালায় দুই বন্দি। তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram