Samik Bhattacharya : কেন গতি হারাচ্ছে দুর্নীতি মামলার তদন্ত? আমরাও বিরক্ত : শমীক

Continues below advertisement

 ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভিকে তলব করল আদালত। আগামী সপ্তাহে বুধবার হাজির থাকার নির্দেশ। 'সিবিআই আধিকারিকদের নির্বোধের মত আচরণে আমি বিস্মিত', মন্তব্য বিচারপতির। 'সিবিআইয়ের এইসব আধিকারিকরা নির্লজ্জ', মন্তব্য বিচারপতির। 'এতবার এত আদালত থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে, তাও হুঁশ ফিরছে না ?', প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram