Shamik Bhattacharya: গোটা রাজ্যজুড়ে এই ফতোয়া চলেছে, মহিষাদলে ফতোয়া ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া শমীকের ।Bangla News

উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া এবার বাংলায়! মহিষাদলে বাড়িতে বাড়িতে খামে ভরা চিঠি দিয়ে ফতোয়া। ‘থানা নয়, কিছু হলে প্রথমে জানাতে হবে গ্রাম পরিচালন কমিটিকে!’ বাড়ির অনুষ্ঠানের আগেও গ্রাম কমিটির সঙ্গে আলোচনার ফরমান!  মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামে বাড়িতে বাড়িতে চিঠি, পোস্টার দিয়ে পরিচালন কমিটির ফতোয়া। পারলৌকিক কাজকর্মের জন্যেও নিতে হবে গ্রাম কমিটির অনুমতি! এই নিয়ে সমালোচনা শুরু রাজনৈতিক মহলে। এই বিষয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচা‌র্য বললেন, গোটা রাজ্যজুড়ে এই ফতোয়া চলেছে। এরা অত্যন্ত সরল মানুষ এবং ‌যেহেতু তাম্রলিপ্ত সরকারের কিছু ছাপ মধ্যে রয়ে গেছে তাই এরা ‌যা করেন বুক চিতিয়ে করেন।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola