SSC News: 'রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দলের জন্য শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে', আক্রমণ শঙ্কর ঘোষের

ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র‍্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট

আরও খবর...

কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের একাংশে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার থেকে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola