SSC News: 'রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দলের জন্য শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে', আক্রমণ শঙ্কর ঘোষের
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট
আরও খবর...
কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের একাংশে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার থেকে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।