Shankudeb Panda Car Attack:'বাইকে চেপে এসে হামলা চালায় TMC আশ্রিত দুষ্কৃতীরা' অভিযোগ শঙ্কুদেব পণ্ডার
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে 'হামলা'। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপি মুখপাত্রর গাড়িতে 'হামলা'। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। শঙ্কুদেবের দাবি, 'পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাইকে চেপে এসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।'এক হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অভিযুক্তকে আটক করেছে চণ্ডীপুর থানার পুলিশ।