Shantanu Banerjee: প্রেসিডেন্সি জেলে শান্তনুকে জেরা ইডির, জেরায় বিস্ফোরক শান্তনু | ABP Ananda LIVE

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment scam) গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu banerjee) জেরা করল ইডি (ED)। সূত্রের খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল নেতাকে ঘণ্টা পাঁচেক জেরা করা হয়। জানতে চাওয়া হয়, সম্পত্তি-ক্রয়ে টাকার উৎস কী? ইডি সূত্রে খবর, অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়। বুধবার বহিষ্কৃত তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় এই সমস্ত তথ্য পেশ করবে ইডি। সূত্রের খবর, শান্তনু তদন্তকারীদের জানিয়েছেন, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) রোষের মুখে পড়তে হয়েছে। শান্তনুর কাছে পার্থ জানতে চান, কেন তাঁর নাম জড়ানো হচ্ছে। তার উত্তরে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ টানতেই রেগে যান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি-র তদন্তকারীদের কাছে শান্তনু এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram