Shantanu Banerjee: গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শান্তনুর নতুন নতুন সম্পত্তির হদিশ
Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment scam) গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) নতুন নতুন সম্পত্তির কথা সামনে আসছে। বাংলো, বাড়ি, ফ্ল্য়াট, ধাবা কী নেই সেই তালিকায়! তৃণমূল নেতার (TMC Leader) এলাকারই এক রেস্তোরাঁ মালিকের অভিযোগ, তাঁর ব্য়বসা যাতে না চলে, সেজন্য় স্বাস্থ্য় দফতরের (Health Depertment) লোকজনকে দিয়ে অভিযান চালাতেন শান্তনু।