Shantanu Banerjee: এখনও অবধি ২০টি সম্পত্তির হদিশ

Continues below advertisement
তিনতলা বাড়ি থেকে আঠেরোশো স্কোয়ার ফুটের ফ্ল্য়াট। গেস্ট হাউস , রিসর্ট থেকে ধাবা। হুগলিজুড়ে (Hoogly) ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের (Shantanu Banerjee)বিপুল সম্পত্তি! তাঁর গ্রেফতারির পর সেই সম্পত্তির হদিশ পেয়েছে এবিপি আনন্দ (ABP Ananda)! এত সম্পত্তি কেনার টাকা কোথা থেকে পেলেন শান্তনু? তা খতিয়ে দেখছে ইডি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram