Shantanu Banerjee : আলাদা র্যাকেট চালাতেন শান্তনু কুন্তলকে ছাড়াই? চাঞ্চল্যকর দাবি EDর
Continues below advertisement
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam ) আলাদা র্যাকেট চালাতেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ( Shantanu Banerjee ) । ED সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছে, প্রত্য়েকের নাম ধরে ধরে, শান্তনুকে জেরা করা হয়। ED সূত্রে দাবি, শান্তনুর কাছে একাধিক চাকরিপ্রার্থীর থেকে সরাসরি টাকা পৌঁছেছিল। আজই শান্তনুর ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। দুপুরে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে তাঁকে
Continues below advertisement