Recruitment scam: এই নিয়ে তৃতীয়বার নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি দফতরে হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

নিয়োগ-দুর্নীতির (Recruitment scam) মামলায় ইডি (ED) দফতরে ফের হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee)।এই নিয়ে তৃতীয়বার হুগলির জেলা পরিষদের (Hoogly Zila Parishad) পূর্ত কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতাকে (Youth TMC leader) তলব। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বাড়ি থেকে বাজেয়াপ্ত (Sized) নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ (Interogation)। 'শান্তনুর বাড়ি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা (Job asperiant list) উদ্ধার'। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড (Admit card) ছাড়াও অন্যান্য তথ্য: ইডি সূত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram