Shantanu Sen: ভারতীয় শিক্ষা ব্যবস্থার জলাঞ্জলি দিয়েদিয়েছে মোদি সরকার: শান্তনু সেন | ABP Ananda Live
ABP Ananda Live: এবার বইয়েও ইন্ডিয়ার বদলে ভারত? এনসিইআরটি-র স্কুল বইয়ে ইন্ডিয়ার বদলে ভারত লেখার প্রস্তাব । প্রাচীন ইতিহাসের বদলে পড়ানো হবে ক্লাসিকাল হিস্ট্রি, সুপারিশ প্যানেলের।