Wajed Khan : শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদ খানের গ্রেফতারিতে নতুন মোড়

ABP Ananda LIVE : শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদ খানের গ্রেফতারিতে নতুন মোড় ।ওয়াজেদ খানকে হেফাজতে নিতে আদালতে হাজির অসম ও হরিয়ানা পুলিশ ।গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হরিয়ানা পুলিশের আইনজীবী, শ্যোন অ্যারেস্টের দাবি ।ওয়াজেদের পোস্টে অনেক জায়গায় হিংসা ছড়িয়েছে, সওয়াল হরিয়ানা পুলিশের আইনজীবীর।আদালতে হাজির থাকলেও ওয়াজেদকে হেফাজতে নিতে চায়নি অসম পুলিশ।২০২২ সাল থেকে দেশব্যাপী হিংসা ছড়ানোর চেষ্টা করছেন ওয়াজেদ, সওয়াল সরকারি আইনজীবীর ।পোস্ট ডিলিট করা হয়েছে, উদ্ধারের জন্য হেফাজত প্রয়োজন: সরকারি আইনজীবী।১৬ জুন পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ আদালতের ।শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদকে গতকাল গ্রেফতার করে কলকাতা পুলিশ।আমহার্স্ট স্ট্রিটের কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেফতার হয় ।গলফগ্রিন থানার মামলায় গ্রেফতার ওয়াজেদ খান ।ওয়াজেদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা।অসমে ৩টি, দিল্লিতে ১টি, গলফগ্রিন থানায় ওয়াজেদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola