Shashi Panja: পি এম কেয়ার্স স্বেচ্ছাসেবী সংস্থা হওয়া সত্ত্বেও তার অডিট হয় না : শশী পাঁজা ।Bangla News

Continues below advertisement

পিএম কেয়ার্স ফান্ড থেকে করোনার কারণে অনাথ শিশুদের পড়ার জন্য সমস্তরকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। উচ্চশিক্ষার জন্য দেওয়া হবে ঋণ, ব্যবস্থা হবে স্কলারশিপেরও। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, এরা অনেক দেরী করে করছে। তাছাড়া ‌যদি ছাত্র-ছাত্রীদের সাথে করতে হয়, তবে তা সরকারি ভাবে কেন করা হচ্ছে না? এর মধ্যে মন্ত্রী, আমল সকলে রয়েছেন। ‌ভারতে ‌যে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার অডিট হয়, কিন্তু পিএম কেয়ার্সের কোনও অডি‌য হয় না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram