Shatabdi Roy: জেলা সভাপতির সঙ্গে কথা বলতেই পারি, গরুর কি সম্পর্ক?, অনুব্রতের বিষয়ে জানালেন শতাব্দী

Continues below advertisement

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করল সিবিআই। এ প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, "ওই নম্বরটি আমার ব্যক্তিগত সচিবের কাছে থাকে। বীরভূমে থাকে। আমি সেখানে কথা বলিনি। কথা যদি বলেও থাকি, জেলা সভাপতির সঙ্গে ২ সেকেন্ডের কথাও বলা যাবে না? এটা আবার কি বিরাট অপরাধ করেছি? এর সঙ্গে গরুর কি সম্পর্ক? কোনও সাক্ষী করেনি। আমাকে যদি ডাকে যাব না কেন?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram