Shatrughan Sinha: ২০২৪-এ পুরো দেশে গেমচেঞ্জার হবেন মমতা, একুশের মঞ্চ থেকে মন্তব্য শত্রুঘ্নর

একুশের মঞ্চ থেকে এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, "দেশের গৌরব মমতা বন্দ্যোপাধ্যায়, হুইল চেয়ারে বসেই বিজেপিকে হারিয়েছেন। দুনিয়ার কাছে তিনি রোল মডেল। মমতা যিনি করেছেন, যুব-মহিলা- জনগণের সমর্থনে, দেশের অন্যতম সেরা নেত্রী হয়েছেন। দেশে তার থেকে জনপ্রিয় নেতা কেউ নেই। ২০২৪ সালে পুরো দেশে গেমচেঞ্জার, রোল মডেল হবেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola