Sheikh Shahjahan: 'ষড়যন্ত্র করা হয়েছে, বিজেপির দালালরা করেছে', দাবি করলেন শেখ শাহজাহান
তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির দালালরা করেছে। আজ এমনই দাবি করলেন শেখ শাহজাহান। নিশানায় তো গেরুয়াই থাকবে। বললেন সুকান্ত মজুমদার। অন্যদিকে জোকা ESI-তে এদিন শাহজাহানকে দেখে বিক্ষোভ দেখান কয়েকজন। উড়ে এল চোর স্লোগানও।
Tags :
BJP News SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence SheikH Shahjahan Shahjahan Alleges BJP