Sandeshkhali Update: গ্রেফতার শেখ শাহজাহান, তবু সন্দেশখালি জুড়ে রমরমিয়ে চলছে তোলাবাজি
প্রশ্নটা উঠেছিল সেই ৫ তারিখ, ৫ জানুয়ারি...ইডির ওপর হামলা চালাল কারা, নিজেদের হেফাজতে পাওয়া মাত্রই তার উত্তর খুঁজতে ফুল অ্যাকশন মোডে সিবিআই। সিল করা তালা খুলে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাসি চালানো হল, তল্লাশি চলল শাহজাহানের শাগরেদদের বাড়িতেও। এদিকে সিবিআইয়ের হাতে এসেছে শেখ শাহজাহানের ফোন কল ডিটেলস, যেখানে একাধিক পঞ্চায়েতের নেতা থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতাদের ফোন নম্বরও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এরই পাশাপাশি নজরে থাকবে কীভাবে শাহজাহানহীন সন্দেশখালিতে আজও রমরমিয়ে তোলাবাজি চক্র চলছে বলে অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ
Tags :
Bangla News Sandeshkhali ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS