Sheikh Shahjahan: সাতদিনের মধ্য়ে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে, কীভাবে নিশ্চিত তৃণমূল? উঠছে প্রশ্ন
সাতদিনের মধ্য়ে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। হাইকোর্টের মন্তব্য়ের পর জানালেন কুণাল ঘোষ। এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না, কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। পুলিশের ঘেরাটোপে আছেন শেখ শাহজাহান, মন্তব্য সুজন চক্রবর্তীর। পাল্টা জবাব দিয়েছেন শান্তনু সেন।
Tags :
SandeshKhali News Seikh Shahjahan SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence Sandeshkhali Horror Sandeshkhali News In Bengali Sheikh Shah Jahan Sandeshkhali Shahjahan Sheikh Sandeshkhali