Shibpur: একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটির লেনদেন! শিবপুরকাণ্ডে আরও টাকা?

Continues below advertisement

হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে যকের ধন, কোটির সেঞ্চুরি পার! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটির লেনদেন! হাওড়ায় ব্যবসায়ীর ১৭টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটির লেনদেন! ফেরার আরও অজস্র অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটির লেনদেন! শুধু সেপ্টেম্বরেই ৭৭ কোটির লেনদেন, আগে ৫৭ কোটির লেনদেন। ফেরার পাণ্ডে ব্রাদার্স, আরও টাকার খোঁজে তল্লাশি পুলিশের।শিবপুরে ২টি ফ্ল্যাট থেকে ৮ কোটির বেশি নগদের হদিশ! অনলাইনে চিটফান্ডের কারবার, নাইজিরিয়া থেকে নিয়ন্ত্রণ! কোটি কোটি লেনদেনে আন্তর্জাতিক চক্র, নেপাল থেকেও কাদের ফোন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram