Shirsendu on Samaresh: 'কলকাতায় একটি বোর্ডিং হাউসে থাকতাম, গল্প করতে আসত সমরেশ', স্মৃতিচারণায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ বাংলা সাহিত্যের আরও এক মহীরূহ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'সমরেশ চলে যাওয়া মানে এখন বাংলা সাহিত্যে আর কে রইল। সমরেশকে আমি চিনি ও সাহিত্যিক হওয়ার আগে থেকে। ও তখন লেখক হয়নি। আমি তখন কলকাতায় একটি বোর্ডিং হাউসে থাকতাম। তবে তখন আসত। খুব প্রাণচঞ্চল একটি ছেলে ছিল। অনেকদিকে ইন্টারেস্ট ছিল। শুনতাম ও নাটক করে। এই নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতাম। খুব হাসত।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola