
Sanjay Raut on Modi : 'অবসরের আবেদন জমা দিতে RSS-র সদর দফতরে গেছিলেন মোদি', দাবি সঞ্জয় রাউতের
ABP Ananda LIVE : ১২ বছর পর রবিবার প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের সদর দফতরে গেছিলেন নরেন্দ্র মোদি। ভূয়সী প্রশংসা করেন সঙ্ঘের, মঞ্চ ভাগ করে নেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে, মোদির যাওয়া নিয়ে কটাক্ষ সঞ্জয় রাউতের।ডিসেম্বর মাসে অবসরের আবেদন জমা দিতে আরএসএসের সদর দফতরে গেছিলেন নরেন্দ্র মোদি'।বিস্ফোরক দাবি শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউতের।'মোহন ভাগবত ও সঙ্ঘ দেশে বদল আনতে চায়'।'নরেন্দ্র মোদির সময় শেষ, দেশে বদল আনতে চায় আরএসএস'।'বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের ইচ্ছামতো নির্বাচন করতে চায় আরএসএস, সেইজন্য নরেন্দ্র মোদি আরএসএসের সদর দফতরে গিয়েছিলেন', দাবি সঞ্জয় রাউতের।
WB News : আরামবাগে বেআইনি মদের কারবার, প্রতিবাদে মহিলারা
আরামবাগে বেআইনি মদের কারবার, প্রতিবাদে মহিলারা। টোটোতে করে মদ নিয়ে যাওয়ার সময় মহিলাদের প্রতিবাদ। মদের বোতল রাস্তায় ভেঙে মহিলাদের প্রতিবাদ। 'মইগ্রামে স্কুলের আশপাশে বেআইনি মদের রমরমা কারবার'। অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে স্থানীয় মহিলাদের দাবি । পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ, পরে এক অভিযুক্ত আটক ।