RG Kar Protest: এবার চিকিৎসকদের আন্দোলনকে আক্রমণ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Anana LIVE: এবার চিকিৎসকদের আন্দোলনকে আক্রমণ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সরকারি হাসপাতালে দালালরাজের জন্য পরিষদীয় মন্ত্রী দায়ী করলেন সরকারি হাসপাতালেরই চিকিৎসকদের একাংশকে। পাল্টা জবাব এসেছে চিকিৎসক শিবির থেকে।
আরও খবর..
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।
নিমগাছ এখানে কালী মা। বেদীতে কোন দেবীর প্রতিমা থাকে না, কালী মন্ত্রে দেবী জ্ঞানে গাছকে পুজো করা হয়। দেবী এখানে 'ঝুপোমা' হিসেবে পরিচিত।কারণ দেবী একসময় ঝোপে বাস করতেন। পুজোকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। কাটোয়ার পুরসভার পাবনা কলোনিতে ঝুপোমায়ের মন্দির।