Shooting: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনাচকে শ্যুটআউট
Continues below advertisement
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনাচকে শ্যুটআউট (Shootout0। ছররা গুলিতে মৃত্যু হল একজনের, গুরুতর জখম হন এক মহিলা-সহ ৩ জন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ গুলি চলে। গুলিবিদ্ধ এক টোটো চালকের অভিযোগ, গোয়ালপোখরের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের মদতে দুষ্কৃতীরা গুলি চালায়। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত
বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল (TMC) প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement