Belgharia News: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট । এক্সপ্রেসওয়ের কাছে রাজীবনগরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার । গুলিবিদ্ধ যুবককে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা । যুবকের মাথায় গুলির ক্ষত আছে নিহত যুবক তৃণমূলকর্মী, দাবি স্থানীয়দের । প্রোমোটিং ব্যবসার সঙ্গে জড়িত ছিল, খবর পুলিশসূত্রে । ব্যবসায়িক শত্রুতা, না অন্যকিছু, কী কারণে যুবককে গুলি করা হল, তার কারণ জানা যায়নি । আগেও ছেলের উপর হামলা হয়েছে, দাবি নিহতর মায়ের

আরও খবর...

ওয়াকফ সংশোধনী বিল ঘিরে সরগরম হতে চলেছে সংসদ । আজ লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ । অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেস সাংসদের । রাজ্যসভায় এই বিল পেশ করা হবে আগামীকাল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বেলা ১২টা থেকে লোকসভায় শুরু হবে ৮ ঘণ্টার আলোচনা । সূত্রের খবর, প্রয়োজনে আলোচনা ও বিতর্কের সময়সীমা আরও বাড়ানো হবে । ওয়াকফ সংশোধনী বিল পেশের আগে স্বস্তিতে বিজেপির শরিক নির্ভর জোট সরকার TDP, JDU, শিবসেনা, লোক জনশক্তি পার্টি রামবিলাস শাখার তরফে বিলে সমর্থনের ঘোষণা করা হয়েছে । দলের সব সাংসদকে দুই কক্ষে হাজির থাকতে বলে হুইপ জারিও করেছে বিজেপি ও জোট সরকারের শরিক দলগুলি । বিলের বিরোধিতায় এককাট্টা কংগ্রেস ও তৃণমূল রণকৌশল ঠিক করতে গতকাল কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল । বিলকে আগেই ‘অসংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ করেছে একাধিক বিরোধী দল

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola