Jagaddal Shootout: জগদ্দলে বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: জয়নগর, আমডাঙা, কোলাঘাটের (Kolaghat) পর এবার জগদ্দলে (Jagaddal) গুলি করে খুন (Shootout) ! জগদ্দলে বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী ভিকি যাদব। মৃত অবস্থাতেই আনা হয়েছিল, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। তৃণমূলকর্মীকে লক্ষ্য করে অন্তত ১২ রাউন্ড গুলি চলার অভিযোগ। বেপরোয়া দুষ্কৃতীরাজ, ৮ দিনে রাজ্যের ৪ প্রান্তে শ্যুটআউটে ৪জন খুন! ১৩ নভেম্বর: জয়নগরে কাকভোরে গুলি করে তৃণমূলনেতাকে খুন। ১৭ নভেম্বর: আমডাঙায় হাটের কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন । ২০ নভেম্বর: কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা-গয়না লুঠ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram