Arjun Singh: ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের মধ্যেই ভাটপাড়ায় গুলি! কী বললেন অর্জুন সিংহ? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ভাটপাড়ায় গুলি, এলাকায় উত্তেজনা। এক ব্যক্তির কানে গুলি লেগেছে । ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন অর্জুন সিংহ। ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের মধ্যেই ভাটপাড়ায় গুলি, এলাকায় উত্তেজনা।

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‍ধ। সাতসকালে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বাস রোকো। বাস রুখলেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। বাসের সামনে বসে পড়েন ২ বিধায়ক, পরে তাঁদের আটক করেছে পুলিশ। কোচবিহারের এন বি এস টি সি নিউ বাস স্ট্যান্ড থেকে আটক বিজেপি কর্মীরাও। 

বনগাঁ স্টেশনে রেল অবরোধ বিজেপির। বিজেপি উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মুর্শিদাবাদ স্টেশনে বিজেপির অবরোধ, হাজির বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। নামখানা শাখার গোচরণ স্টেশনে রেল অবরোধ বিজেপির। শিয়ালদা দক্ষিণের একাধিক রেল স্টেশনে অবরোধ, বিপর্যস্ত পরিষেবা। হুগলি স্টেশনেও রেল অবরোধ।

নন্দীগ্রামের টেঙ্গুয়াতে রাস্তা অবরোধ বিজেপির। হুগলি স্টেশনেও রেল অবরোধ করল বিজেপি। থমকে ব্যান্ডেল হাওড়া লোকাল। লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমমর্থকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram