Panchayat Election: গোসাবায় শ্যুটআউটকাণ্ড ! বরাত জোরে বাঁচলেন শাসক নেতা | ABP Ananda LIVE
Continues below advertisement
কোচবিহারের দিনহাটায় জোড়া শ্যুটআউট আতঙ্কের মধ্যেই আরেক শ্যুটআউটকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়! বরাত জোরে বাঁচলেন শাসক নেতা। আর এই ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতেরই ৪৪ নম্বর বুথের সিপিএম প্রার্থীর নাম। পুলিশ সূত্রে দাবি, সিপিএম প্রার্থী ইসলাম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশের দাবি, ওই সিপিএম প্রার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কার্তুজ ও তাঁর বাড়ির পাশ থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে দুষকৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বিপদ আঁচ করে মাটিতে বসে যান তৃণমূলের বুথ সহ সভাপতি।
Continues below advertisement