DA Protest: 'দোকান বন্ধ, শৌচাগার ব্যবহার করতে দেওয়া হচ্ছে না' অভিযোগ আন্দোলনকারীদের। ABP Ananda Live

Continues below advertisement

বকেয়া ডিএ-র দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থানে বসা ঘিরে উত্তেজনা।ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাধে সরকারি কর্মচারীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের বসতে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। বাসস্ট্যান্ডের সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা। পরে ব্রিজের নীচে একটি জায়গা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়। সেখানেই অবস্থানে বসেন তাঁরা। আন্দোলনকারীদের আরও অভিযোগ, আন্দোলনস্থলের কাছে পাবলিক টয়লেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে পুলিশ। যদিও পূর্ব নির্ধারিত জায়গা নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা। গতকাল যখন তাঁরা অবস্থানস্থল পরিদর্শনে এসেছিলেন, তখন থেকেই তাঁদের বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। নতুন করে হাইকোর্ট কোনও নির্দেশ না দিলে, ৭২ ঘণ্টা সেখানেই তাঁরা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram