Shreya Pandey: 'আশা করেছিলাম', মা এর টিকিট পাওয়া নিয়ে 'ক্ষোভ'? মুখ খুললেন তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে
Continues below advertisement
মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হতে পারেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বুধবার এনিয়ে মুখ খুললেন তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে। যাঁর নিজেরও এই কেন্দ্রে প্রার্থী হওয়ার সুপ্ত বাসনা ছিল বলে সূত্রের দাবি। মায়ের ভোট-ময়দানে নামা থেকে, তাঁকে ভোটের কাজে রাখতে, তৃণমূল শীর্ষনেতৃত্বর অনীহা- সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন প্রয়াত মন্ত্রীর মেয়ে।
এই কেন্দ্র নিয়ে আইনি জটিলতা তো ছিলই। সূত্রের দাবি, এখানে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে মানিকতলার প্রাক্তন বিধায়ক, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ও মেয়ে শ্রেয়ার মধ্য়েই টানাপোড়েন ছিল। সূত্রের দাবি, শেষ অবধি মমতা বন্দ্য়াপাধ্য়ায় সবুজ সঙ্কেত দিয়েছেন সুপ্তির নামে। যিনি তৃণমূলনেত্রীর কলেজের বন্ধু
Continues below advertisement