Loksabha Election 2024: নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রচার শুরু সৃজনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। তৃণমূল নেতার সঙ্গে হাত মেলালেন, কথা বললেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বাড়ি রাস্তায় পড়লে, সৌজন্যের খাতিরে সেখানেও যেতাম, মন্তব্য যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। এটা রাজনৈতিক সৌজন্য, যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, প্রতিক্রিয়া তৃণমূল পুরপ্রধানের। সৃজনের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে, তা বলে ভোট-বাক্সের দরজা খোলা থাকবে না, মন্তব্য সায়নী ঘোষের। এদিন বারুইপুরের মল্লিকপুরে প্রচার করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী।