WB State Cabinet : রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন দায়িত্ব পেলেন কারা? দফতর হারা কে কে?
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয়ের হাতে এল তথ্য প্রযুক্তি, অচিরাচরিত শক্তি পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্বে প্রদীপ মজুমদার। অরূপ রায়ের হাতছাড়া সমবায়, দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক।