Shuvaprasanna: 'মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?', ভোলবদল শুভাপ্রসন্নর | ABP Ananda LIVE
পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই 'বিদ্রোহী' শুভাপ্রসন্নর ভোলবদল ! 'মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?' ভোটের আগে এত হিংসা লজ্জার বলেও ভোলবদল তৃণমূলপন্থী শিল্পীর । সংস্কৃতি বদলের দাবিতে মিছিলের কথা বলেও উল্টো সুর শুভাপ্রসন্নর । 'আমরা রুদালি নই, সঠিক সময়ে ভূমিকা পালন করব, এখনও সময় আসেনি' । এখনও পথে নামার সময় আসেনি বলে ভোলবদল তৃণমূলপন্থী শিল্পীর । ৫৪জনের মৃত্যুর সংখ্যাও বাড়িয়ে দেখানো হচ্ছে বলে দাবি শুভাপ্রসন্নর