Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উস্কানিমূলক কথা', ভাষা নিয়ে মমতাকে আক্রমণে শুভেন্দু
Suvendu Adhikari: 'অমিত শাহর বক্তব্য বিকৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।'মুখ্যমন্ত্রীর মতো অমিত শাহ সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেননি'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নিয়ে মমতাকে আক্রমণে শুভেন্দু 'মুখ্যমন্ত্রীর মুখে এরকম ভাষা, অনভিপ্রেত'। ভাষা নিয়ে মমতাকে আক্রমণে শুভেন্দু অধিকারী।'পার্কিং ফি নিয়ে প্রতিবাদের পরে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন'।রাজ্যে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে: শুভেন্দু অধিকারী 'পানীয় জলের পাত্র নিয়ে অবরোধ করতে বাধ্য হচ্ছে'।'মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত, অথচ লোডশেডিং হচ্ছে'।'কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে কলকাতা'।