Sandeskhali: বেআইনিভাবে একের পর এক জমি দখলের অভিযোগ শাহজাহান, উত্তম, শিবুর বিরুদ্ধে। ABP Ananda Live
Sandeskhali Chaos: বেআইনিভাবে একের পর এক জমি দখলের অভিযোগ শাহজাহান (Sheikh Shahjahan), উত্তম (Uttam Sardar), শিবুর বিরুদ্ধে। জমির বদলে মিলত না টাকাও, জমি না দিতে চাইলে দেওয়া হত খুনের হুমকি, দাবি স্থানীয় বাসিন্দাদের। শ্লীলতাহানির একই মামলায় গ্রেফতার উত্তম, তাও শিবু নিয়ে নিষ্ক্রিয় পুলিশ! মধ্যরাতে মহিলাদের তুলে এনে কিসের মিটিং? জবাব এড়ালেন তৃণমূল (TMC) নেতা। ABP Ananda Live