Sandeskhali: এবিপি আনন্দের ক্যামেরায় সিপিএম, বিজেপির দিকে আঙ্গুল তুললেন শিবু হাজরা। ABP Ananda Live

Sandeskhali Chaos: ১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা(Shibu Hazra) । অত্যাচারের অভিযোগ মহিলাদের, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি! গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি(Sandeshkhali), চক্রান্তের তত্ত্ব শাহজাহান(Sheikh Shajahan)-শাগরেদের! অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। সিপিএমের (CPM)নিরাপদ (Nirapad HAzra), বিজেপির(BJP) বিকাশের ঘাড়েই দায় চাপালেন শিবু হাজরা। মুখ খুলছেন মহিলারা, উস্কানি দেওয়ার পাল্টা দাবি ফেরার তৃণমূল নেতার। 'তৃণমূল করি বলেই এত অভিযোগ, আগে শান্ত ছিল সন্দেশখালি'। শান্ত থাকলে অত্যাচারের এত কেন অভিযোগ? শুধুই চক্রান্তের তত্ত্ব শিবুর! মেয়ে-সহ মহিলাকে মারধরের অভিযোগ উড়িয়ে চক্রান্তের তত্ত্ব শিবু হাজরার। সন্দেশখালিতে মাঠ দখল করে ভেড়ি করা হয়েছে, অভিযোগ উঠেছে শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola