Siliguri Incident: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে গ্রেফতার
ABP Ananda LIVE: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে ঢোকার চেষ্টা ধৃতের। আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, তল্লাশিতে উদ্ধার বাংলাদেশি নথি। বাংলাদেশি পরিচয়পত্রে নাম মহম্মদ মানিক, আধার কার্ডে নাম রাতুল খান। বাংলাদেশি নাগরিক বলে জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশ ও SSB-র। ধৃত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা, দাবি SSB সূত্রে। পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB।
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্যের ২৩ জেলায় হলুদ সতর্কতা জারি, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস !
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এর মধ্যে অধিকাংশ জেলায় ৭ থেকে ১১ সেমি অবধি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে, IMD সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।