Shankar Ghosh: 'পরবর্তী কালে এটা দাঁড়াবে অপরাধী বনাম জনগণ', কেন এই মন্তব্য বিজেপি নেতা শঙ্করের?

Continues below advertisement

ABP Ananda Live: 'এই অপরাধীরা একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের আশ্রিত তেমনই পুলিশ দ্বারা তারা বেষ্টিত কারণ পুলিশের নিরাপদ আশ্রয়ে থেকে তারা এই ধরণের দুষ্কৃতী মূলক কাজ করে থাকে। যাদের নাম অভিযোগ উঠেছে তাদের নাম এর আগেও প্রচুর অভিযোগ ছিল। দাদগ্রামের সম্মানীয় বিধায়িকার ঘটনার সঙ্গেও এদের নাম জড়িয়েছিল। ফলে স্বাভাবিক ভাবে এমন পরিস্থিতি আসতে চলেছে যেখানে পরবর্তী কালে এটা দাঁড়াবে অপরাধী বনাম জনগণ।' শিলিগুড়ি কাণ্ডে মন্তব্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। 

চাঁদার জুলুম, শিলিগুড়িতে বাড়ির সামনেই রাস্তায় ফেলে 'পিটিয়ে' খুন, গ্রেফতার ১। '৫০০ টাকা চাঁদা চেয়ে না মেলায় দুষ্কৃতীদের হামলা'। দাবিমতো চাঁদা না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ
প্রায় ৮ দুষ্কৃতীর হামলা, ঘটনাস্থলেই মহম্মদ জহুরীর মৃত্যু। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রে । দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি, অভিযোগ স্থানীয়দের। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram