Siliguri News: শিলিগুড়িতে নার্সের রহস্যমৃত্যু, দেহ পাচারের চেষ্টা? ABP Ananda Live

Siliguri Update: আরজি কর মেডিক্যালের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য, দেশ। তারই মধ্যে শিলিগুড়িতে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির মিলন পল্লিতে  ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় বছর ২৫-এর তরুণীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় উদ্বেগে এলাকার মানুষ। 

দার্জিলিঙের বাসিন্দা অর্চনা থাপা শিলিগুড়ির একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন। মিলন পল্লির একটি বহুতলে কয়েকজনের সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ওই নার্স। স্থানীয়দের দাবি, গতকাল রাতে  অ্যাম্বুল্যান্স এনে দেহ পাচারের চেষ্টা হয়। তাঁরাই আটকে দেন।মৃত নার্স দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি শিলিগুড়িতেই থাকতেন। খালপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত বেশ কয়েকজন কর্মচারীরা মিল মিলনপল্লী এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ  সেই বাড়ির বাথরুমে নার্সের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঝুলন্ত অবস্থায় সেই দেহ দেখে বাকি আবাসিকরা খবর দেন বাড়ির মালিককে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola