Mohunbagan: শিলিগুড়িতে রাস্তার নামকরণ হল মোহনবাগান ক্লাবের নামে
কলকাতার পর শিলিগুড়িতে রাস্তার নামকরণ হল মোহনবাগান (Mohunbagan) ক্লাবের নামে। মহানন্দা সেতুর নীচে রাস্তার নাম দেওয়া হল মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আষ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র।