Siliguri News: শিলিগুড়ি শহরে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল তৃণমূল পরিচালিত পুরসভা

ABP Ananda Live: শিলিগুড়ি শহরে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল সেখানকার তৃণমূল পরিচালিত পুরসভা। ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক।

 

একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '

বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola